এনায়েতপুরে জামায়াত নেতা মাদ্রাসা সুপার গ্রেফতার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃসিরাজগঞ্জের এনায়েতপুরে সোনাতলা ফয়েজিয়া দাখিল মাদ্রসা সুপার মাওলানা আব্দুর রাজ্জাককে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গোপিনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে গোপিনাথপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি এনায়েতপুর থানা জামায়াতের সাবেক সাধারন সম্পাদক বলে জানা গেছে। এদিকে তার আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা: সেলিম রেজা ও সেক্রেটারী ডা: মোফাজ্জল হোসেন জানান, আওয়ামী বাকশালী সরকার দেশের ইসলামী আন্দোলনের নেতৃত্ব শুন্যর মিশন নিয়ে একের পর এক জামায়াত নেতাকর্মীকে আটক করছে। আটক করে ইসলামী আন্দোলনের কার্যক্রম থামিয়ে রাখা যাবেনা। আটক কৃত জামায়াত নেতার নিঃস্বর্ত মুক্তি দাবি করেন। আটকের সত্যাতা স্বীকার করে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মাওলানা আব্দুর রাজ্জাক থানা আওয়ামীলীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামী।