এনায়েতপুরে হ্যানিম্যানের জন্ম জয়ন্তী পালিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃঢাকা হোমিও হল, নিউ লাইফ ও জে বক্স হোমিও কোম্পানি লিমিটেডের যৌথ আয়োজনে সিরাজগঞ্জের এনায়েতপুরে হোমিওপ্যাথ চিকিৎসার জনক ড. স্যামুয়েল হ্যানিম্যানের ২৬০ তম জন্ম জয়ন্তী নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে পালিত হয়েছে। শুক্রবার দুপুরে বেতিল স্কুল এন্ড কলেজ হল রুমে ডা: আব্দুল আউয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির পরিচালক বিশিষ্ট হোমিওপ্যাথ যোগ চিকিৎসক ডা: অপরেশ কুমার ব্যানার্জী। এসময় বাংলাদেশ হোমিও অনুশীলন কেন্দ্রের সাধারন সম্পাদক ডা: শারফুল আলম, ঢাকা জেলা হোমিওপ্যাথ পরিষদের সভাপতি ডা: এস এম শহিদুল্লাহ, এনায়েতপুর থানা কেমিষ্ট এন্ড ডাগিষ্ট সমিতির সভাপতি আলহাজ ডা: আব্দুল হাই সরকার, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, ডা: সিদ্দিকুর রহমান, ডা: বি এ দত্ত প্রমূখ। সভা পরিচালনা করেন ডা: মামুন, ডা: রাজিব, ডা: এনামুল হক ও ডা: রানা।