বেলকুচিতে ছিনতাই বৃদ্ধি

চন্দন কুমার আচার্য, :- বেলকূচিতে ছিনতাই বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে এলাকাকায় বেশ কয়েকটি ছিনতাইয়ে ঘটনাও ঘটেছে। ১১ এপ্রিল মাসবতাবিরোধী অপরাধে আলবদর নেতা কামরুজ্জামানের ফাসি কার্যকর হওয়ার পর থেকে সিরাজগঞ্জের বেলকুচিতে অনেকটা আতংক বিরাজ করছে। রাত ৯ টার পর থেকে উপজেলার সদর মার্কেট মুকুন্দগাঁতী বাজারে তেমন লোকজন থাকে না। এলাকাটি জামাত অধ্যুষিত হওয়ার কারনে রাত্রি ৯টার পর থেকে মানুষ আতংকৃত হয়ে ঘরে ফিরে যায়। অপর দিকে রাত্রি ৯টার পর ভ্যান-রিক্সা গুলোও যেতে চায়না বেতিল, কামারপাড়া, ধুকুরিয়া বেড়া, সগুনা, মবুপর, মাদুদপুর ও কান্দাপাড়া অঞ্চলে। এর কারণ ৩টি স্পটে ছিনতাইয়ের হার বৃদ্ধি পেয়েছে বেলকুচি ডিগ্রী কলেজ এলাকা থেকে বেলকুচি মহাশ্মশান এলাকা, মামুদপুর শ্মশানঘাট এলাকা এবং পলাশ মার্কেট এলাকায়। ৩জন ভ্যান-রিক্সাওয়ালা ও ১জন চাকুরীজীবি ইতি মধ্যে ছিনতাইয়ের কবলে পড়েছে। আহতও হয়েছে একজন চাকুরীজীবি। গত শুক্রবার ১৮ই এপ্রিল রাত্রি ৯টার দিকে উপজেলার মামুদপুর শ্মশান ঘাটের নিকট থেকে উত্তরা গ্রুপ এর সিক্স সিজনে কর্মরত এসআর তেয়াশিয়া গ্রামের সমেশ মন্ডলের পুত্র রফিকুল ইসলাম (৩০) প্রতিদিনের মতো কোম্পানীর মালের অর্ডার কেটে বা