বেলকুচিতে নিহত নববধূ সুমা খাতুনের লাশ কবর থেকে উত্তোলন
editor@shahzadpursangbad.com
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে নিহত নববধু সুমা খাতুনের লাশ ময়না তদন্তের জন্য রোববার দুপুরে কবর থেকে তোলা হয়েছে। সিরাজগঞ্জের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সুজাবুদ্দৌলার উপস্থিতিতে পুলিশ লাশ উত্তোলন করে। নিহত সুমা খাতুন (১৯) উপজেলার বড়ধূল ইউনিয়নের ক্ষিদ্রচাপড়ি গ্রামের মোকতেল আলীর মেয়ে ও একই ইউনিয়নের গাছচাপড়ি গ্রামের আব্দুল্লাহ’র স্ত্রী। তাকে ৯ এপ্রিল রাতে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ এনে ঘটনার ৫ দিন পর তার পিতা বাদি হয়ে ৭জনের বিরুদ্ধে বেলকুচি থানায় মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকেই স্বামীসহ অভিযুক্তরা পলাতক রয়েছে। মামলা ও পরিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ উপজেলার বড়ধূল ইউনিয়নের ক্ষিদ্রচাপড়ি গ্রামের মোকতেল আলীর মেয়ে সুমা খাতুনের সঙ্গে পার্শ¦বর্তী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল্লাহ’র বিয়ে হয়। কিন্তু আব্দুল্লাহ পরকীয়ায় জড়িত থাকায় বিয়ের পর থেকেই সুমার ওপর শারীরিক নির্যাতন চালাতো। এর জের ধরে বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় ৯ এপ্রিল রাতে বাকবিতন্ডার এক পর্যায়ে সুমা খাতুনকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। কিন্তু হত্যাকান্ডকে স্বাভাবিক মৃত্যু বলে প্রচ