সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক-সিএনজি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, ১ জন আহত

Jahan 22-04-2015শাহজাদপুর প্রতিনিধিঃ আজ বুধবার ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ হাটের কাছে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উপর ট্রাক-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ড্রাইভারসহ ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছে। নিহতরা হলেন সিএনজি ড্রাইভার উল্লাপাড়া উপজেলার গয়ঠা গ্রামের খোরশেদ আলম (৩০), সিএনজি যাত্রী পাড়কোলা গ্রামের সুনীল হলদার (৬৫) ও আব্দুর রহিম (৩০)। আহত ব্যক্তি কাঙলাকান্দি গ্রামের মিঠুন (৩০)। হাটিকুমড়ুল হাইওয়ে থানার এসআই আশরাফুজ্জামান জানান, সিএনজি টেম্পুটি শাহজাদপুর থেকে উল্লাপাড়ার দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি সম্পূর্ণভাবে এবং ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ২ জন এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে আরেক জন মোট ৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় হাটিকুমড়–ল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও টে

শাহজাদপুর প্রতিনিধিঃ আজ বুধবার ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ হাটের কাছে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উপর ট্রাক-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ড্রাইভারসহ ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছে। নিহতরা হলেন সিএনজি ড্রাইভার উল্লাপাড়া উপজেলার গয়ঠা গ্রামের খোরশেদ আলম (৩০), সিএনজি যাত্রী পাড়কোলা গ্রামের সুনীল হলদার (৬৫) ও আব্দুর রহিম (৩০)। আহত ব্যক্তি কাঙলাকান্দি গ্রামের মিঠুন (৩০)। হাটিকুমড়ুল হাইওয়ে থানার এসআই আশরাফুজ্জামান জানান, সিএনজি টেম্পুটি শাহজাদপুর থেকে উল্লাপাড়ার দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি সম্পূর্ণভাবে এবং ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ২ জন এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে আরেক জন মোট ৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় হাটিকুমড়–ল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও টেম্পুকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।