
উল্লাপাড়া প্রতিনিধিঃ মঙ্গলবার রাতে উল্লাপাড়ার লাহিড়ীমোহনপুর-উধুনিয়া আঞ্চলিক সড়কে বড়পাঙ্গাসী সেতুর পাশে একটি যাত্রীবাহী নছিমন উল্টে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলে একই পরিবারের বউ-শ্বাশুড়ি নিহত এবং অপর ৭ যাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন উল্লাপাড়ার কয়ড়া সড়াতলা গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী মায়া খাতুন (৩০) ও তার শ্বাশুড়ি রওশন আলীর স্ত্রী মালেকা বেগম (৬০)। আহতদের মধ্যে আছমা খাতুন, মোহাব্বত আলী ও শিহাব হোসেনকে গুরুতর অবস্থায় উল্লাপাড়া কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের পরিবার ও উল্লাপাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার রাত ৮ টার দিকে দুর্ঘটনা কবলিত পরিবারটি উপজেলার চকখাদুলী গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। পথে নছিমনটি রাস্তায় একটি ইট বেধে উল্টে পাশের খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখার সময় এ ব