বেলকুচিতে কাঁচা আম বিক্রির ধুম

Belkuchi Pic ( Mango) 28-04-15

বেলকুচি ( সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ কালাবৈশাখীর ঝড়ের পর থেকে রাজশাহী ও পাবনা জেলার চাটমোহর এলাকা থেকে সিরাজগঞ্জের বেলকুচিতে ঝড়ে পড়া আম আমদানি করছে পাইকাররা, বিক্রিও হচ্ছে প্রচুর। বেলকুচির কাঁচা আম বিক্রেতাদের কাছ থেকে জানা যায়, গত বুধবার সারাদেশে কালবৈশাখী ঝড়ে পাবনা জেলার চাটমোহর এলাকায় প্রচুর গাছপালা ভেঙ্গে পড়ে এবং সবে মাত্র সামান্য বড় হওয়া আম গুলি ছড়া সহ আমগাছ হেলে পড়েছে।ঝড়ের তান্ডবে এ বছর সবচাইতে ক্ষতিগ্রস্থ হবে আমচাষি বাগাণ মালিকরা। বেলকুচি উপজেলায় প্রতিদিন প্রায় ৫-৬ মন পরিমান আম বিক্রি হচ্ছে। কাঁচা আম দিয়ে আমের চাটনি তৈরি, ডালের ভিতর দিয়ে টক ডাল, আমের টক খাওয়ার জন্য ক্রেতারা কাঁচা আম ক্রয় করছে সব চাইতে বেশি। ক্রেতাদের নিকট থেকে আরও জানা যায়, পাবনা জেলার চাটমোহর বা রাজশাহী অঞ্চলে