বেলকুচি ( সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ শনিবার নেপাল থেকে উৎপত্তিকৃত ৭.৯ রিক্টার স্কেলে ভূমি কম্পের প্রভাব পড়ে বাংলাদেশেও। সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শনিবার ২ দফা রবিবার ১ দফা এবং সোমবার ১ বার ভূমিকম্প হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফাটল, মার্কেট ভবন ফাটল সহ প্রায় অর্ধাশতাধিক শিক্ষার্থী সহ সাধারণ জ্ঞান হারিয়ে ফেলে। উপজেলার বিভিন্ন এলাকা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার প্রথমে পেশারকৃত রোগীরা প্রথমে ভেবে ছিল পেশার বৃদ্ধি পাওয়ায় হয়তো বা শরীর কাঁপছে। কিন্ত পরবর্তী সময়ের মধ্যে মানুষের মধ্যে হৈচৈ পড়ে যায় এবং ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। বেলকুচি উপজেলায় সর্বস্তরের মানুষের মধ্যে ভুমিকম্পে নেপালে ক্ষতিগ্রস্থ ও মৃতের সংখ্যা নিয়ে আলোচনার ঝড় উঠেছে। সাধারণ মানুষ ধারনা করছে এ ভাবে ভূমিকম্প হতে থাকলে অচিরেই ঢাকা শহর, টাঙ্গাইল জেলার মধুপুর শহর, বগুড়া শহরে যে কোন মুহুর্তে বড়ধরনের ক্ষতি হবে। এর সঙ্গে বেলকুচি উপজেলায় অপরিকল্পিত ভবন গুলি ধ্বসে পড়ার সম্ভাবনা বেশী। কারণ অপরিকল্পিত ভাবে যত্রতত্র টিন সেড বিল্ডিং ও ফাউন্ডেশন বিহিন বিল্ডিং গড়ে উঠছে বেশী। যদি নেপালের মত