উল্লাপাড়ায় ফুলজোড় নদীতে অবৈধ ভবন নির্মাণ কাজ বন্ধ

Photo Ullapara

চন্দন কুমার আচার্য ঃ অবশেষে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার বারোইয়া পালপাড়া মহল্লার পাশে ফুলজোড় নদী দখল করে অবৈধভাবে নির্মাণাধীন বহুতল বাড়ির পাকা ভবনের কাজ বন্ধ করে দেওয়া হলো। স্থানীয় বাসিন্দা সোনালী ব্যাংক কর্মকর্তা আব্দুল জলিল নদীর উপর এই নয়া ভবনটি নির্মাণ করছিলেন। জানা গেছে, স্থানীয় সাংবাদিকরা এই অবৈধ ভবন নির্মাণ প্রসঙ্গে উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও উল্লাপাড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রকে অবহিত করলে সহকারী কমিশনার ও পৌরসভা যৌথভাবে গতকাল মঙ্গলবার এই নির্মীয়মান বহুতল ভবন নির্মাণ কাজ সরেজমিনে গিয়ে বন্ধ করে দিয়েছে। পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, নির্মীয়মান ভবনের কোন অনুমোদন নেই। নদীর তলদেশের প্রায় ৭০ ফুট অংশ জুড়ে আব্দুল জলিল অবৈধভাবে বহুতল বাড়ি নির্মাণ করছিলেন এবং ইতিমধ্যেই প্রায় ১ তলার অবকাঠামো নির্মাণ কা