ভূমিকম্পে স্কুল ভবনে ফাটল // শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে খোলা জায়গায়

ullapara photo

উল্লাপাড়া প্রতিনিধি ঃ গত কয়েকদিনে পরপর ৫ দফা ভূমিকম্পে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাটিকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে বেশ কয়েক স্থানে ফাটল ধরার পর শিক্ষার্থীরা এখন পাশের বন্যা আশ্রয় কেন্দ্রের নিচের তলায় মেঝেতে বসে প্রথম সাময়িক পরীক্ষা দিচ্ছে। এই স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, ২০০১ সালে নির্মিত স্কুলের এক তলা ভবনটিতে ভূমিকম্পের আঘাতে কয়েক স্থানে ফাটল সৃষ্টি হবার পর শিক্ষার্থীরা আর ওই ভবনে বসে ক্লাস এবং পরীক্ষা দেয়ার সাহস পাচ্ছে না। সাহস পাচ্ছেন না শিক্ষার্থীদের অভিভাবকরাও। স্কুলের স্কুল শিক্ষকরাও ঝুঁকি নিতে চাচ্ছেন না। ফলে চলমান প্রথম সাময়িক পরীক্ষা শিক্ষার্থীরা পাশের বন্যা আশ্রয় কেন্দ্রের ভবনের নিচতলার মেঝেতে বসে দিচ্ছে। বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে স্কুলের পরীক্ষার্থীদের সঙ্গে কথা বললে, তারা তাদের নিজস্