শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর পৌর সভার মেয়র ও উপজেলা বিএনপির সহ-সভাপতির পুত্র সজিব (২৫) গ্রেপ্তার।শাহজাদপুর থানা পুলিশ গত মঙ্গলবার রাতে পৌর সদরের দ্বাড়িয়াপুর থেকে গ্রেপ্তার করেছে।
শাহজাদপুর থানা সুত্রে জানা যায়, কিছুদিন আগে মাননীয় প্রধান মন্ত্রীর ছবি বিকৃত করে ফেইস বুকে ছেড়ে দেয়ার অপরাধে তার বিরুদ্ধে থানায় মামলা হয় এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়। সে দির্ঘদিন পলাতক ছিল।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তারের পর তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।