শাহজাদপুরে প্রতারণা ও অর্থ আত্মসাৎ কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের ৪ বছরের কারাদন্ড।

শাহজাদপুর প্রতিনিধি : অর্থ আত্মসাৎ ও প্রতারণার দায়ে শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক ও কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের ৪ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের করাদন্ড দিয়েছে সিরাজগঞ্জ সিনিয়র জুডশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুলফিকার আলম। গত বুধবার বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন। সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম বাদি হয়ে ২০১৩ সালে এ মামলা দায়ের করেন। মামলা নং- সিআর- ৬০/১৩। মামলা সূত্রে জানা যায়, আশরাফুল আলমের কাছ থেকে চেয়ারম্যান সাইফুল ইসলাম বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণার মাধ্যমে ১১ লক্ষ টাকা আত্মসাৎ করে। দীর্ঘ দিনেও এ টাকা ফেরত না দেওয়ায় বাদি এ মামলা দায়ের করে। সংশ্লিষ্ট থানা পুলিশ দীর্ঘ তদন্ত শেষে চার্জসিট দাখিলের পর সাক্ষীগণের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এ রায় প্রদান করেন। চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে এ রায় ঘোষণার ঘটনায় কৈজুরী ইউনিয়নে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সাইফুল ইসলামের মোবাইল ফোনে তার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়ন