উল্লাপাড়ায় ২ বিএনপি-শিবির নেতা গ্রেপ্তার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ উল্লাপাড়া থানা পুলিশ রোববার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই বিএনপি ও এক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- বিএনপি নেতা উপজেলার রামকান্তপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল মমিন এবং দুর্গানগর ইউনিয়ন শিবির সম্পাদক বাবলাপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে সিহাব উদ্দিন। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় নাশকতা সৃষ্টির একাধিক মামলা রয়েছে।