প্রধানমন্ত্রীর আগমনে আগাম শুভেচ্ছা মিছিলে যাওয়ার পথে শাহজাদপুরে নছিমন উল্টে ৩০ শিক্ষার্থী আহত
NewsDesk
শাহজাদপুর প্রতিনিধিঃ বৃহষ্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চিথুলিয়া রাবেয়া-নজিবর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পৌরশহরে প্রধানমন্ত্রীর আগমনে আগাম শুভেচ্ছা মিছিলে যোগদিতে যাওয়ার পথে চিথুলিয়া ব্রীজের কাজে নছিমন উল্টে ৩০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এদেরকে স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকা জনক।
ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রউফ ও সাঈফুল ইসলাম জানান, বিকাল তিনটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাহজাদপুরে আগমন উপলক্ষে আগাম শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে যোগদিতে বিদ্যালয় চত্বর থেকে ছাত্র ছাত্রীরা শাহজাদপুর পৌরশহরের উদ্দেশে রওনা হয়। তাদের বহনকারি নছিমনটি চিথুলিয়া সোনাইবিলের ব্রীজের কাছে এসে পৌছিলে চালক নিয়ন্ত্রন হারালে নছিমনটি রাস্তা থেকে পাশ্ববর্তি গভীর খাদে পড়ে যায়। এ ঘটনায় ৩০জন আহত হয়। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্ব্হাী কর্মকর্তা শামীম আহমেদ জানান, প্রশাসনের পক্ষ থেকে কোন শিক্ষা প্রতিষ্ঠানকে পৌরশহরে মিছিল করতে আসতে বলা হয়নি। স্বপ্রণোদিত হয়ে ওই বিদ্যালয়ের শিক্ষকরা এই মিছিলে যোগদিতে আসায় এ দূর্ঘটনা ঘটে।