মোঃ মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর প্রতিনিধিঃ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজেলার পৃথক ৩টি স্থানে বজ্রপাতে ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছে। নিহতরা হলো, উপজেলার চরআঙ্গারু গ্রামের বরকত আলীর ছেলে ফরহাদ আলী (২১), চরনারুয়া গ্রামের শাহের আলী (৩৫) এবং জামিরতা গ্রামের আইয়ুব আলী (৩৮)। আহতব্যক্তি হলো, চরআঙ্গারু গ্রামের সাইদুল ইসলাম (১৭)। আহত ব্যক্তিকে উল্লাপাড়ার পূর্ণিমাগাতী হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এদিন বিকেল ৪টার দিকে উপজেলার উপরদিয়ে প্রচন্ড বেগে কাল বৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় শিলা বৃষ্টি ও বজ্রপাত ঘটে।
জানা যায়, উপজেলার কায়েমপুর ইউনিয়নের বাতিয়ার পাড়া গ্রামের সাদ্দাম হোসেন (২০) পার্শ্ববর্তী কায়েমকোলা গ্রামে বিয়ে করতে যাওয়ার সময় বজ্রপাতে বড়যাত্রী ফরহাদ আলী নিহত ও সাইদুল আহত হয়। এ ছাড়া মাঠে কাজ করার সময় জামিরতার আইয়ুব আলী ও চরনারুয়া গ্রামের শাহের আলীর মৃত্যু ঘটে। এ ছাড়া উল্লাপাড়া উপজেলার ভাটবেড়া গ্রামে আজাহার আলীর ৪টি গরু বজ্রপাতে মারা গেছে বলে জানা গেছে।