রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ- এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথ বাংলা ভাষাকে আর বঙ্গবন্ধু জাতিকে নিয়ে গেছেন আন্তর্জাতিক পর্যায়ে

স্টাফ রিপোর্টঃ শুধু রাজনীতিতে সিদ্ধহস্ত নন, রবীন্দ্র চর্চাতেও নিজের মুন্সিয়ানার পরিচয় দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং রবীন্দ্রনাথের ১৫৪তম জয়ন্তীর অনুষ্ঠানে তার উক্তি এবং পংক্তি দিয়েই প্রধানমন্ত্রী নিজের রাজনৈতিক দর্শন ও মতামত তুলে ধরলেন। উদ্বোধনী এ অনুষ্ঠানে সরকার প্রধান রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও সিরাজগঞ্জ ২২৫ মেগাওয়াট (২য় ইউনিট) বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ আরো ৫টি উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করেন। তিনি কুষ্টিয়ার শিলাদহে রবীন্দ্রনাথের নামে আরো একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করারও ঘোষণা দেন।


বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনাকে ধারণ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংঘর্ষের বদলে শান্তি, বিভাজনের বদলে ঐক্য এবং ধ্বংসের বিরুদ্ধে চিরদিন সৃষ্টির গান গেয়েছেন রবীন্দ্রনাথ। সে কারণেই আমরা দেখি ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকা-ের প্রতিবাদে তিনি ইংরেজ প্রদত্ত ‘ন