উল্লাপাড়ায় ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চন্দন কুমার আচার্য:- সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশ গতকাল রোববার সকালে উলাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্ত্বরে একটি স্থানীয় বাসে তল¬শি চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল সহ আবুল কালাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। আবুল কালাম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চরগোজা গ্রামের কালু শেখের ছেলে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, মাদক ব্যবসায়ী কালাম একটি ব্যাগের মধ্যে সব ফেনসিডিল নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা যাচ্ছিল। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।