বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সোমবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাধীন ধুকুরিয়া বেড়া ইউনিয়নের অন্তর্গত ধুলগাগড়াখালী ট্যালেন্ট কোচিং সেন্টারে বজ্রপাতে ৫ জন ছাত্রী আহত হয়েছে। এলাকা ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উত্তরদিগন্ত থেকে হঠাৎ কালো অন্ধকারাচ্ছন্ন ঝড়ো হাওয়া শুরু হয় এবং ঘন ঘন বজ্রপাত শুরু হয়। ট্যালেন্ট কোচিং সেন্টারে সকাল ৬.৩০ টার দিকে লেখাপড়া শুরু হয় এবং সকাল ৭টার দিকে হঠাৎ করেই আকস্মিক ভাবে বিদ্যুৎ চমকিয়ে ট্যালেন্ট কোচিং সেন্টার বজ্রের আঘাত হানে। সঙ্গে সঙ্গে অত্র কোচিং এর ছাত্র-ছাত্রী হতচকিত হয়ে যায় এবং ৫জন ছাত্রী আহত হয়। আহতরা হলেন, ধুলগাগড়াখালী গ্রামের আলম এর কন্যা ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী আলো খাতুন, মেটুয়ানী গ্রামের সোহরাব আলীর কন্যা রাবেয়া (১০ম), ধুলগাগড়াখালী গ্রামের এমদাদুল হকের কন্যা তামান্না (১০ম), আয়শা (৯ম), আঃ আলাম এর কন্যা আমিনা (১০ম)। আহতদের মধ্যে দুজন বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্স এবং মেডিনোভা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আছে। এব্যাপারে ট্যালেন্ট কোচিং সেন্টার এর পরিচালক আঃ আলীম জানান, আহতরা প্রাথমিক চিকিৎসা নিচ্ছে এবং তাদের অনেক ভালো।