বেলকুচিতে ২টি ক্লিনিক ও ৭জন এম,আর এর জরিমানা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের বেলকুচিতে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হাসান              লাইসেন্স না থাকার কারণে ২টি ক্লিনিক ও ৭জন এমআর কে জরিমান করেছে। উপজেলা অফিস সূত্রে জানা যায়, বেলকুচি পৌরসভাধীন ঢাকা জেনারেল হাসপাতাল ও শমরিতা ডায়াগনষ্টিক সেন্টারের কোন লাইসেন্স না থাকার কারণে এদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। ঢাকা জেনারেল হাসপাতালের জরিমানা হয় ৫ হাজার টাকা এবং শমরিতা ডায়াগনষ্টিক সেন্টারের জরিমানা হয় ২ হাজার টাকা। ২টি ক্লিনিকে এম,আর গন আড্ডা দেওয়ার কারনে ৭জনকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। এরা হলেন, মনোরঞ্জন রায়ের পুত্র কৌশিক রায়, শাহাবুল ইসলামের পুত্র আল মমিন, শামসুল হকের পুত্র শরিফুল ইসলাম, আরশেদ আলীর পুত্র আসাদুল ইসলাম, মতিয়ার রহমানের পুত্র সিয়াম, আবুল কালামের পুত্র ওহেদুর রহমান, জয়নাল আবেদিনের পুত্র তৌহিদুল ইসলাম। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হাসান।