শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে হামলা সংঘর্ষঃ আহত ৩৫

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলা রূপবাটি ইউনিয়নের করশালিকা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মতিন গ্রুপ ও ই্সমাইল গ্রুপের মধ্যে গত দুইদিন ধরে হামলা সংঘর্ষের ঘটনায় ৩৫ জন আহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় উভয় পক্ষে ২০ টি বাড়ী ভাংচুর ও লুটপাট করা হয়েছে। আহতদের বেড়া ও পাবনা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে মিজান ও বাকী বিল্লাহর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রূপবাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিনের সাথে করশালিকা গ্রামের ইউপি মেম্বর ইসমাইল ব্যাপারীর দীর্ঘদিন ধরে আধিপত্যবিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল । এরই জের ধরে প্রথম দফা বুধবার এবং দ্বিতীয় দফা বৃহস্পতিবার হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হামলা লুটপাট,বাড়ী ঘর ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘন্টাব্যাপি এ সংঘর্ষে উভয় পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র,লাঠি,ফালা,দা,রাম দা,হলঙ্গা নিয়ে একপক্ষ অপর পক্ষের উপর ঝাপিয়ে পরে। এতে ধারালো অস্ত্র ও ফালার আঘাতে কমপক্ষে ৩৫ জন আহত হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে