উল্লাপাড়া পৌরসভার প্রাক বাজেট মতবিনিময় সভা

চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
রোববার উল্লাপাড়ায় পৌরসভার প্রাক বাজেট ও উন্নয়ন পরিকল্পনা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম এতে প্রধান অতিথি ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উল্লাপাড়া পৌরসভা এই প্রাক বাজেট মতবিনিময় সভার আয়োজন করে। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আমিরুল ইসলাম আরজুর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আকরাম আলী, সাংবাদিক গোলাম মোস্তফা, পৌর কাউন্সিলর আহসান আলী সরকার, শাহাদত হোসেন খোকন, সাব্বির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মেয়র ২০১৫-১৬ অর্থ বছরের জন্য ৪৯ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন।