বেলকুচিতে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত : ২ সন্ত্রাসী আটক
NewsDesk
শাহজাদপুর প্রতিনিধিঃ বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামে সন্ত্রাসী হামলায় কাপড় ব্যবসায়ী শহিদুল ইসলাম (৩৩) আহত হয়েছেন। তাকে গুরুত্বর আহত অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলা কালে স্থানীয় এলাকাবাসী ২ সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। এরা হলো বেড়াখাড়ুয়া গ্রামের সহোদর প্রিন্স (৩৪) ও অনিক (২৪)। পুলিশ জনায়, মঙ্গলবার বিকেলে পূর্ব শক্রতার জের ধরে ওই ২ সহদরের নেতৃত্বে ৮/৯ জনের এক দল সন্ত্রাসী ব্যবসায়ী শহিদুলের বাড়িতে এই হামলা চালায়। হামলার সময় বাধা দিতে গেলে সন্ত্রাসীরা ব্যবসায়ী শহিদুলকে বেধরক মারপিট ও ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ ব্যাপারে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।