সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬ জুয়াড়ির জরিমানা

উল্লাপাড়া প্রতিনিধিঃ প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬ জুয়াড়িকে সোমবার ভ্রাম্যমাণ আদালত ৫শ টাকা করে জরিমানা করেছেন। এরা হলেন- উল্লাপাড়ার বন্যাকান্দি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে ঠান্ডুমিয়া, গোলবার হোসেনের ছেলে দুলাল হোসেন, সুজাবত আলীর ছেলে জালাল উদ্দিন ও রাঘাববাড়িয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে রুবেল, আব্দুল গনির ছেলে রফিকুল ইসলাম এবং ভাদুলিমন্ডলের ছেলে আমজাদ মন্ডল। উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকরাম আলী ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
উল্লাাপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান, উল্লিখিত ব্যক্তিদের উল্লাপাড়ার বন্যাকান্দি বাজার থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।