শাহজাদপুরে ভ্যান চালক আলী হাসান এসএসসিতে গোল্ডেন জিপিএ- ৫ পেয়েছে

Ali-Hasan-2শাহজাদপুর প্রতিনিধিঃ কৈজুরী গ্রামের ভূমিহীন ও রিক্সা চালক রশিদ শেখের ছেলে আলী হাসান রিক্সা চালিয়ে লেখাপড়ার খরচ জুগিয়ে এ বছর ঠুটিয়া হাইস্কুল থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগ হতে গোল্ডেন জিপিএ- ৫ পেয়েছে। তার এই সাফল্যে বাড়ির সবার মুখে হাসি ফুটলেও আলী হাসান চোখে মুখে অন্ধকার দেখছে। তার মা চানভানু খাতুন সংসার চালাতে কাঁথা সেলাই ও অন্যের বাড়িতে দিন মজুর করেছে। আর্থিক অভাবে তার উচ্চ শিক্ষা গ্রহণ মুখ থুবরে পড়েছে। যমুনা নদীর ভাঙ্গনে সর্বস্ব হারিয়ে এখন খাস জায়গায় ঘর তুলে অতি কষ্টে দিন যাপন করছে। সে উচ্চ শিক্ষা গ্রহণ করে ডাক্তার হতে চায়। কিন্তু অর্থাভাবে তার সে স্বপ্ন পূরণ দুঃসাধ্য হয়ে পড়েছে। তাই সে ধর্ণাঢ্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে।

শাহজাদপুর প্রতিনিধিঃ কৈজুরী গ্রামের ভূমিহীন ও রিক্সা চালক রশিদ শেখের ছেলে আলী হাসান রিক্সা চালিয়ে লেখাপড়ার খরচ জুগিয়ে এ বছর ঠুটিয়া হাইস্কুল থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগ হতে গোল্ডেন জিপিএ- ৫ পেয়েছে। তার এই সাফল্যে বাড়ির সবার মুখে হাসি ফুটলেও আলী হাসান চোখে মুখে অন্ধকার দেখছে। তার মা চানভানু খাতুন সংসার চালাতে কাঁথা সেলাই ও অন্যের বাড়িতে দিন মজুর করেছে। আর্থিক অভাবে তার উচ্চ শিক্ষা গ্রহণ মুখ থুবরে পড়েছে। যমুনা নদীর ভাঙ্গনে সর্বস্ব হারিয়ে এখন খাস জায়গায় ঘর তুলে অতি কষ্টে দিন যাপন করছে। সে উচ্চ শিক্ষা গ্রহণ করে ডাক্তার হতে চায়। কিন্তু অর্থাভাবে তার সে স্বপ্ন পূরণ দুঃসাধ্য হয়ে পড়েছে। তাই সে ধর্ণাঢ্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে।