শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেল স্টেশন এলাকায় শাপলা (৩০) নামের এক ভাসমান প্রতিবন্ধি মহিলা গণ ধর্ষণের শিকার হয়েছে। জামতৈল রেল স্টেশনের হিজরা সুলতান আলী (৩৫) এর নেতৃত্বে একদল যুবক তাকে পালাক্রমে ধর্ষণ করে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে ধর্ষিতাকে উদ্ধার করে স্থানিয় হাসপাতালে ভর্তি করে। গত ২জুন মঙ্গলবার এ ঘটনা ঘটার পর এলাকার প্রভাবশালী বাবু ও শান্তা গং বিষয়টি মিমাংসার নামে ধর্ষকের কাছ থেকে ৩০ হাজার টাকা আদায় করে সটকে পরে। এ ঘটনায় ধর্ষিতা বিচার না পেয়ে গতকাল শুক্রবার বিকেলে কামারখন্দ থানায় বিচার প্রার্থনা করে আবেদন করে। কামারখন্দ থানা পুলিশ সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে খবর দিলে সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি কামাল হোসেন স্বরজমিন এলাকা পরিদর্শন করেন। এ ঘটনার সত্যতা পাওয়ায় এ ব্যাপারে
শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেল স্টেশন এলাকায় শাপলা (৩০) নামের এক ভাসমান প্রতিবন্ধি মহিলা গণ ধর্ষণের শিকার হয়েছে। জামতৈল রেল স্টেশনের হিজরা সুলতান আলী (৩৫) এর নেতৃত্বে একদল যুবক তাকে পালাক্রমে ধর্ষণ করে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে ধর্ষিতাকে উদ্ধার করে স্থানিয় হাসপাতালে ভর্তি করে। গত ২জুন মঙ্গলবার এ ঘটনা ঘটার পর এলাকার প্রভাবশালী বাবু ও শান্তা গং বিষয়টি মিমাংসার নামে ধর্ষকের কাছ থেকে ৩০ হাজার টাকা আদায় করে সটকে পরে। এ ঘটনায় ধর্ষিতা বিচার না পেয়ে গতকাল শুক্রবার বিকেলে কামারখন্দ থানায় বিচার প্রার্থনা করে আবেদন করে। কামারখন্দ থানা পুলিশ সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে খবর দিলে সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি কামাল হোসেন স্বরজমিন এলাকা পরিদর্শন করেন। এ ঘটনার সত্যতা পাওয়ায় এ ব্যাপারে তিনি মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন। কামারখন্দ থানার এস আই আসলাম হোসেন জানান ধর্ষক সুলতানের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলা পোড়াবাড়ি এলাকায়। তার নেতৃত্বে একদল হিজরা নাম ধারী ব্যক্তি জামতৈল রেল স্টেশনে অবস্থান নিয়ে দীর্ঘদিন চাঁদাবাজি ও ধর্ষণ সহ নানা অপকর্ম করে আসছে। এরই জের ধরে এ ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষিতা শাপলা রেল লাইনের পাশে একটি ঝুপড়িতে বসবাস করে এবং ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে।