শাহজাদপুর পৌর মেয়র নজরুল ইসলামের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালিত

শাহজাদপুর প্রতিনিধি : গতকাল রোববার দুপুরে শাহজাদপুর পৌর মেয়র নজরুল ইসলামের গ্রেফতারের দাবিতে শাহজাদপুর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করে। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা না হলে শাহজাদপুরে হরতাল সহ নানা কর্মসূচি দেয়া হবে বলে এ ঘেরাও কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা জানিয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মেয়র পুত্র রাসেদ সিরাজগঞ্জের যুবদল নেতা সুজন হত্যা মামলায় গ্রেফতারের পর ষড়যন্ত্রমূলক ভাবে শাহজাদপুর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রাজীব শেখের নাম উল্লেখ করলে তাকে পুলিশ গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যার সাথে সম্পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় শাহজাদপুর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে এ বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করে মেয়র নজরুল ইসলামের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। উল্লেখ্য মেয়র নজরুল ইসলাম সিরাজগঞ্জে ট্রেন পুড়ানোর ৬টি মামলার আসামি হলেও পুলিশ তাকে দীর্ঘদিন ধরে গ্রেফতার করছে না। ফলে সে যুবলীগের নেতাকর্মীদেরকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ভাবে বিভিন্ন মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। এরই জের ধরে যুবলীগ নেতাকর্মীর