সিরাজগঞ্জের তাড়াশে মটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

মোঃ মুমীদুজ্জামান জাহান : সিরাজগঞ্জ জেলার তাড়াশে মটর সাইকেল চোর চক্রের সক্রিয় ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ । পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার নামোসিলট থেকে মটর সাইকেল চক্রের ৩ সদস্যকে একটি পালসার ১৫০ সি.সি হোন্ডাসহ আটক করেন। আটককৃতরা হলো তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তালম নগর পাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে আকরাম আহম্মেদ (২২), নাটোরের সিংড়া উপজেলার কৈইপুকুরীয়া গ্রামের আ.সামাদের ছেলে শহিদুল ইসলাম (২৫) ও বগুড়া জেলার শেরপুর উপজেলার সগুনা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে খোরশেদ আলম ( ৪৫)। এ ব্যাপারের তাড়াশ থানার অফিসার ইন-চার্জ টিএম আমিনুল ইসলাম জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ চোরাকারবারি দলের সদস্য বলে প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে। এদের সাথে জরিত আরো কয়েকজনকে ধরতে অভিযান অব্যহত রয়েছে। তাদের বিরুদ্ধে তাড়াশ থানায় একটি মামলা দয়ের করা হয়েছে।