চৌহালীতে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে মাটি কাটা শ্রমিকের মৃত্যু।

শাহজাদপুর প্রতিনিধি :- সোমবার ১১টার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চৌদ্দরশি এলাকায় চলন্ত বালু বোঝাই ট্রাক্টর থেকে ছিটকে পড়ে শাহজালাল (১৮) নামের এক মাটি কাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে । তার বাড়ি খাস কাউলিয়া গ্রামে বলে জানা গেছে। তার পিতার নাম শুকুর আলী । এলাবাসী সুত্রে জানা যায়, চৌহালী খেয়া ঘাট থেকে জোতপাড়া যাওয়ার পথে চৌদ্দরশি এলাকায় বালু বোঝাই ট্রাক্টরটি পৌছলে হঠাৎ শাহজালাল ট্রাক্টারের উপর থেকে সড়কে ছিটকে পড়ে। এতে সে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে সজ্ঞাহীন হয়ে পড়ে। তাকে উদ্দার করে হাসপাতালে নেওয়ার পথে তার করুন মৃত্যু হয়।