শাহজাদপুরে এক ডাকাত ও দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার//৩৫পিচ ইয়াবা ও অর্ধ কেজি গাজা উদ্ধার।
editor@shahzadpursangbad.com
শাহজাদপুর প্রতিনিধি:-শাহজাদপুরে ওয়ারেন্ট ভুক্ত ডাকাত সহ ৩৫ পিচ ইয়াবা ও অর্ধ কেজী গাজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গতকাল সোমবার পুলিশ গ্রেফতার করেছে। এরা হলো আন্ত জেলা ডাকাত দলের সদস্য গালা ইউনিয়নের বর্নিয়া গ্রামের আখের আলী (৩৫), পৌর সদর এলাকার সাহাপাড়া গ্রামের ইয়াবা ব্যবসায়ী মনসুর শেখ (৩৫) এবং জামিরতা গ্রামের গাজা ব্যবসায়ী মনসুর আলী (৩৮)। ডাকাত আখের আলীকে এসআই রেজাউল করিম ও এএসআই শাহ্ সুলতান এবং মাদক ব্যবসায়ী মনসুর আলী ও মনসুর শেখকে সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই শাজাহান গ্রেফতার করেছে । এব্যাপারে শাহজাপুর থানায় পৃথক মামলা হয়েছে। ডাকাত আখের আলীর নামে বেড়া, উল্লাপাড়া ও আশুলিয়া থানায় ৬টি ডাকাতি মামলা রয়েছে।