বেলকুচিতে মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে ৯ জন নিখোঁজঃ স্বজনদের মধ্যে চাঁপা কান্না

শাহজাদপুর প্রতিনিধিঃ গত ৪ মাস ধরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মানব পাচারকারী চক্রের প্রতারণার শিকার হয়ে ৯ জন নিখোঁজ রয়েছে। এদেরকে সমুদ্র পথে ট্রলারে করে মালয়েশিয়ায় পাঠানোর নামে পাচার করা হয়েছে। এরা হলো ভেন্নাগাছী গ্রামের আবুল বাশারের পুত্র জাহাঙ্গীর, লাল চাঁনের পুত্র রফিক, আব্দুল মালেকের পুত্র মিলন, বেলকুচি-এনায়েপুর থানার সীমান্তবর্তী বেতিল চরপাড়া গ্রামের মানবপাচার চক্রের সদস্য আব্দুলের পুত্র আমিরুল ইসলামের মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার পথে নিখোঁজ রয়েছে দৌলতপুর ইউনিয়নের ধুলগাগড়াখালী গ্রামের আব্দুল হাকিম ও রাবিয়া খাতুনের পুত্র এমদাদুল হক। বেলকুচি উপজেলার ছোট সগুনা ও সগুনা গ্রামের মানব পাচারকারীরা হলো মৃত কাদের প্রামানিকের পুত্র তৈয়ব আলী ও রিনা খাতুন, আব্দুস সালামের পুত্র এরশাদ, মজিদ আকন্দের পুত্র জাহাঙ্গীর। তৈয়ব আলী ও রিনা খাতুনের খপ্পরে পড়ে নিখোঁজ রয়েছে, ছোট সগুনা গ্রামের হোছেন আলীর পুত্র বাদশা প্রামানিক (২০), সুলতান প্রামানিকের পুত্র সাগর আলী (২০), হাছেন আলী প্রামানিকের পুত্র জুয়েল (২৫), ইসমাইল প্রামানিকের পুত্র রুবেল (২৩), ঢাকায় বেক্সিমো গ্র“পের কর্মরত