শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার কৈজুরী গ্রামের ভূমিহীন ও রিক্সা চালক হতদরিদ্র রশিদ শেখের ছেলে আলী হাসান রিক্সা চালিয়ে লেখাপড়ার খরচ জুগিয়ে এ বছর ঠুটিয়া হাইস্কুল থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগ হতে গোল্ডেন জিপিএ- ৫ পেয়েছে। “আলী হাসানের এ সংবাদ শাহজাদপুর সংবাদ ডট কম এ প্রকাশের পর তা শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদের দৃষ্টি গোচরীত হয়। ফলে তিনি অসহায় ভ্যান চালক আলী হাসানের উচ্চ মাধ্যমিক লেখাপড়ার সমস্ত দায় দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। আজ সোমবার তার বাড়িতে গিয়ে তাকে ভ্যান চালানো অবস্থায় দেখতে পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ মর্মাহত হন। আর্থিক অভাবে তার উচ্চ শিক্ষা জাতে বন্ধ না হয় সে জন্য তার লেখাপড়ার খরচ উপজেলা প্রশাসন থেকে বহনের ব্যবস্থা করেন। শুধু তাই নয় আলী হাসানের পরিবারের মাথা গোজার ঠাই হিসেবে এক খন্ড খাস জমি বন্দবস্ত দেওয়ার আশ্বাস প্রদান করেন। এছাড়া তিনি একাদশ শ্রেণীতে ভর্তি, নতুন বই ক্রয় ও জামা কাপড় ক্রয়ের জন্য আলী হাসানের মায়ের হাতে নগদ ২ হাজার টাকা তুলে দেন।