শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের নলকা ও শাহজাদপুরের বাঘাবাড়ীতে অবস্থিত পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী (পিজিসিএল) অফিসের কতিপয় দূর্ণীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ ভাবে গ্যাস সংযোগ প্রদানসহ নানা অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ তদন্তে প্রেট্রোবাংলার ৩সদস্যর একটি তদন্তদল গতকাল রোববার থেকে তদন্ত কাজ শুরু করেছে। সোমবার পর্যন্ত তাদের এ তদন্ত কাজ চলে। তদন্তদলটির সাথে ওই অভিযুক্ত দূর্ণীতিবাজ কর্মকর্তারা থেকে তাদের তদন্ত কাজে সহযোগীতা করে। এতে এ তদন্ত কতটা স্বচ্ছ হয়েছে তা নিয়ে এলাকাবাসী ও অভিযোগকারীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জানা গেছে, গতকাল রোববার সকাল থেকে সোমবার বিকাল পর্যন্ত তদন্ত দলের প্রধান পেট্রোবাংলার প্রশাসন বিভাগের উর্ধ্বতন মহাব্যবস্থাপক নূরুল ইসলাম, সদস্য-সচিব উপ-মহাব্যবস্থাপক মোঃ হারুন ভূইয়া ও সদস্য উপ-মাহব্যবস্থাপক মোঃ তাজুল ইসলাম পাবনা জেলার বেড়া উপজেলার বন্ধু সিএনজি স্টেশনসহ সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি ও শাহজাদপুর এলাকার বেশ কয়েকটি আবাসিক গ্রাহকদের গ্যাস সংযোগ পরিদর্শন করেন। সংযোগ প্রদানের সঙ্গে জড়িত যে সকল কর্মকর্ত