বেলকুচি প্রতিনিধিঃ বেলকুচি উপজেলা প্রচন্ড গরমে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ডায়রিয়া ৬ মাস থেকে ৩ বৎসরের বাচ্চাদের মধ্যে বেশী প্রকোপ দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সোমবার রাত্রে হাসপাতাল ঘুরে দেখা যায়, ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এবং শয্যায় সংকুলান না হওয়ার কারণেই অনেক রোগীকেই বারান্দার ফ্লোরে ঠাই নিতে হচ্ছে। সেই সঙ্গে মা-বাবাও ভোগান্তির স্বীকার কম হচ্ছে না। এত প্রচন্ড গরমে উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার গরীব ও সাধারণ পরিবারের শিশু বাচ্চারা বেশী ভর্তি হচ্ছে। সামর্থ্যবান পরিবারের সন্তানদেরকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে টিএইচএস এর টেলিফোনে ০৭৫৫২-৫৬৪০৩ যোগাযোগ করে, আরএম কামরুল হুদা না থাকার কারণে, বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা কত তা সঠিক ভাবে জানা যায় নাই।