সিরাজগঞ্জ প্রতিনিধিঃ মায়ের সাথে অভিমান করে সিরাজগঞ্জের সলঙ্গায় ইতি খাতুন (১২) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। সে থানার আঙ্গারুবাগমারা গ্রামের আমিরুল ইসলামের মেয়ে ও আঙ্গারু পাঁচপীর ফাযিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
সলঙ্গা থানার ওসি রেজাউল হক জানান, সোমবার সন্ধ্যা রাতে বই কেনার জন্য ইতি মায়ের কাছে কয়েকটি টাকা চায়। কিন্তু দরিদ্র পরিবার হওয়ায় মা টাকা দিতে অপারগতা প্রকাশ করে। সেই ক্ষোভে মঙ্গলবার ভোররাতে সকলের অগোচরে নিজ ঘরে ধর্নার সাথে গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করে। পুলিশ সুপারের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ মায়ের সাথে অভিমান করে সিরাজগঞ্জের সলঙ্গায় ইতি খাতুন (১২) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। সে থানার আঙ্গারুবাগমারা গ্রামের আমিরুল ইসলামের মেয়ে ও আঙ্গারু পাঁচপীর ফাযিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
সলঙ্গা থানার ওসি রেজাউল হক জানান, সোমবার সন্ধ্যা রাতে বই কেনার জন্য ইতি মায়ের কাছে কয়েকটি টাকা চায়। কিন্তু দরিদ্র পরিবার হওয়ায় মা টাকা দিতে অপারগতা প্রকাশ করে। সেই ক্ষোভে মঙ্গলবার ভোররাতে সকলের অগোচরে নিজ ঘরে ধর্নার সাথে গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করে। পুলিশ সুপারের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।