শাহজাদপুরে গৃহবধূর লাশ উদ্ধার

killingশাহজাদপুর প্রতিনিধিঃ আজ বুধবার শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের ভুলবাকুটিয়া গ্রাম থেকে রিনা খাতুন (২২) নামের এক গৃহবধূর লাশ পুলিশ উদ্ধার করেছে। এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দু’বছর আগে শাহজাদপুর উপজেলার ভুলবাকুটিয়া গ্রামের হাফিজুর রহমানের সাথে সাঁথিয়া উপজেলার তেতুলিয়া গ্রামের রিনা খাতুনের বিয়ে হয়। যৌতুকের দাবিতে রিনা খাতুনকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা করেছে বলেছে এলাকাবাসী দাবি করলেও রিনার পিতা ও স্বামী পরিবারের মধ্যে সমঝতা হওয়ায় তারা এটাকে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা বলে দাবি করছে। ফলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বলেন, ময়না তদন্তের রিপোর্ট হাত

শাহজাদপুর প্রতিনিধিঃ আজ বুধবার শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের ভুলবাকুটিয়া গ্রাম থেকে রিনা খাতুন (২২) নামের এক গৃহবধূর লাশ পুলিশ উদ্ধার করেছে। এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দু’বছর আগে শাহজাদপুর উপজেলার ভুলবাকুটিয়া গ্রামের হাফিজুর রহমানের সাথে সাঁথিয়া উপজেলার তেতুলিয়া গ্রামের রিনা খাতুনের বিয়ে হয়। যৌতুকের দাবিতে রিনা খাতুনকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা করেছে বলেছে এলাকাবাসী দাবি করলেও রিনার পিতা ও স্বামী পরিবারের মধ্যে সমঝতা হওয়ায় তারা এটাকে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা বলে দাবি করছে। ফলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বলেন, ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়ে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।