চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালী প্রতিনিধিঃ চৌহালীতে যমুনা নদীর তীরে খেলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ শিশু জিহাদ হোসেন (৬) এর সন্ধ্যান এখনো মেলেনি। বুধবার (১০ জুন) দুপুররে দিকে সে নিখোঁজ হয়, এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া মেলেনি। শিশু জিহাদ চৌহালী উপজেলার খাসপুকুরিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে ও স্থানীয় বীরবাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যিালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।


মেটুয়ানী বিসিএস আর্দশ উচ্চ বিদ্যিালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, দুপুরে বাড়ির পাশে যমুনা নদীর তীরে খেলতে যায় জিহাদ। হঠাৎ পা ফসকে নদীতে পড়ে যায়। এরপর অনেক খোঁজ করা হলেও এখন র্পযন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি আরও বলনে, ধারণা করা হচ্ছে নদীতে ডুবে মুত্যর পর তার মৃতদহে ভাটির দিকে ভেসে যেতে পারে। স্থানীয়বাসী ধারণা করছেন, নদীতে ডুবে মুত্যর পর তার মৃতদেহ যমুনার স্রোতে ভাটির দিকে ভেসে যেতে পারে।