উল্লাপাড়া প্রতিনিধিঃ গত ৩ দিন ধরে করতোয়া নদীতে আকস্মিকভাবে বর্ষার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার সলপ, নলসোন্দা, লক্ষীপুর, রামকান্তপুর, সাতবাড়িয়া, কালিগঞ্জ, বন্যাকান্দি ও বড়হর গ্রামের প্রায় ২০ হেক্টর জমির পাট এবং ৫ হেক্টর জমির তিল ডুবে গেছে। সেই সাথে ডুবে গেছে নদীর দুই ধারে আবাদ করা প্রচুর সবজি।
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজমল হক জানান, এ বছর উপজেলা ২ হাজার ৪শত ৯৫ হেক্টর জমিতে পাট এবং ২শত ৫ হেক্টর জমিতে তিলের আবাদ হয়েছে। আজ বুধবার করতোয়ায় পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী ৩ দিনে আরো ৫০ হেক্টর জমির ফসল ও সবজি ডুবে যাওয়ার আশংকা রয়েছে।