রায়গঞ্জ প্রতিনিধিঃ দশ লক্ষ টাকা মুক্তিপণ না পেয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ ওয়াহেদ-মরিয়ম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র পংকজ কুমার সরকারের হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছে একমাত্র সন্তানহারা মা-বাবা। সাংবাদিকদের সাথে আলাপকালে কান্নাজড়িত কন্ঠে পংকজের বাবা-মা মামলাটিকে চাঞ্চল্যকর হিসেবে অন্তর্ভুক্তকরণ ও দ্রুত বিচারকার্য সম্পন্ন করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের কাছে।
রায়গঞ্জ উপজেলায় চান্দাইকোনা ইউনিয়ন খোকশা গ্রামের বাসিন্দা শ্রী সমীরন চন্দ্র সরকার পুত্র পংকজ সরকার পংকজের বাবা সমীরন সরকার জানান, নিজে অশিক্ষিত কৃষক হলেও আশা ছিল একমাত্র ছেলেকে শিক্ষিত করে গড়ে তুলব। ছেলেও কৃষি কাজ ও লেখাপড়া এবং বিভিন্ন এনজিও সাথে জড়িত থেকে মানুষের সেবার লক্ষ্যে পল্লী ডাক্তারের প্রশিক্ষন নিতো। সমীরন সরকার আরো বলেন, আমরা হিন্দু সম্প্রদায়ের লোক হওয়ায় এলাকার কিছু চিহ্নিত লোক তাদের জমিজমা দখলের চেষ্টা করেছিল। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হওয়ায় গত ১৬ মে রাতে তার একমাত্র ছেলে পংকজকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেয়। পরদিন মোবাইলে মেসেজের মাধ্