বেতিল স্পারের ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মানববন্ধন| ১৪ বছরেও ভূমি মালিকেরা ক্ষতিপুরন পায়নি

Chowhali ( betil spar) photo 15-06-15 2.docচৌহালী প্রতিনিধিঃ গত ১৪ বছরেও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বেতিল স্পার বাঁধের ভূমি মালিকেরা ক্ষতিপুরন পায়নি। ফলে আজ সোমবার দুপুরে অবিলম্বে ক্ষতিপুরন প্রদানের দাবিতে স্পার বাঁধ এলাকায় তারা মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন। রোজার ঈদের পূর্বেই অধিগ্রহনের মুল্য প্রদান করা না হলে ঈদের পরে অনশন সহ কঠোর কর্মসূচী পালনের তারা এ সময় ঘোষনা দেন।


ক্ষতিগ্রস্থরা জানান, ২০০০-২০০১ অর্থ বছরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার তাঁত শিল্প সমৃদ্ধ বেতিল এলাকা যমুনার ভাঙন থেকে রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ১৯কোটি টাকা ব্যায়ে ৩ শতাধিক মানুষের ৯১৭ শতাংশ ভূমি অধিগ্রহন করে বেতিল স্পার বাঁধ-১ নির্মান করা হয়। এতে বেতিলের শত শত তাঁত

চৌহালী প্রতিনিধিঃ গত ১৪ বছরেও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বেতিল স্পার বাঁধের ভূমি মালিকেরা ক্ষতিপুরন পায়নি। ফলে আজ সোমবার দুপুরে অবিলম্বে ক্ষতিপুরন প্রদানের দাবিতে স্পার বাঁধ এলাকায় তারা মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন। রোজার ঈদের পূর্বেই অধিগ্রহনের মুল্য প্রদান করা না হলে ঈদের পরে অনশন সহ কঠোর কর্মসূচী পালনের তারা এ সময় ঘোষনা দেন।

ক্ষতিগ্রস্থরা জানান, ২০০০-২০০১ অর্থ বছরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার তাঁত শিল্প সমৃদ্ধ বেতিল এলাকা যমুনার ভাঙন থেকে রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ১৯কোটি টাকা ব্যায়ে ৩ শতাধিক মানুষের ৯১৭ শতাংশ ভূমি অধিগ্রহন করে বেতিল স্পার বাঁধ-১ নির্মান করা হয়। এতে বেতিলের শত শত তাঁত কারখানা, ১১টি শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী এনায়েতপুর-বেতিল এলাকা, মসজিদ-মাদ্রাসা ও কবরস্থান রক্ষা পায়। এই স্পার নির্মানের ১৪ বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ভূমি মালিকরা তাদের অধিগ্রহনকৃত জমির কোন মূল্য পায়নি। গত বছর এ দাবীতে তারা আন্দোলন শুরু করলে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডল ১৫দিনের মধ্যে ক্ষতিপূরনের অর্থ প্রদানের আশ্বাস দিলে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেন।

গত দেড় বছরেও সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এ ক্ষতিপূরন দেয়নি। ফলে তারা গতকাল সোমবার আবারও আন্দোলনে মাঠে নেমে এ মানব বন্ধন কর্মসূচি পালন করে। এ সময় ভুমি মালিক হাজী আব্দুল কুদ্দুস, আছের উদ্দিন ও আব্দুল হালিম অভিযোগ করেন, পাউবো দীর্ঘদিন ধরে তাদের পাওনা প্রায় ৬ কোটি টাকা পরিশোধ না করে নানা তালবাহানা করে সময় ক্ষেপন করছে। এতে ক্ষতিগ্রস্থরা অর্থাভাবে মানবেতর জীবন যাপন করছে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী হাসান ইমাম, পাউবো উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) শরিফুল ইসলাম জানান, পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী একেএম মমতাজ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, বেতিল স্পারের অধিগ্রহনকৃত ৯১৭ শতাংশ ভূমির মুল্য বাবদ প্রায় ৬ কোটি টাকার প্রদানের জন্য বোর্ডে নোটশিট ও চাহিদা পাঠানো হয়েছে। তা হাতে পাওয়া গেলে পরিশোধ করা হবে।