উল্লাপাড়া উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন অনুষ্ঠিত

উল্লাপাড়া প্রতিনিধিঃ উৎসব মুখর পরিবেশে উল্লাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আজ সোমবার উপজেলার সংরক্ষিত মহিলা আসনের ৪টি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন ১নং আসনে সাবরিনা বেগম, ২নং আসনে হাসনা হেনা, ৩নং আসনে ঝর্ণা খাতুন ও ৪নং আসনে অঞ্জনা পারভীন। মোট ৯ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান, উপজেলার ১৪টি ইউনিয়নের ৪২ জন মহিলা সদস্য এতে তাদের প্রত্যক্ষ ভোট প্রয়োগ করেন। সকাল ৯ টা থেকে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।