উল্লাপাড়া প্রতিনিধিঃ সোমবার গভীর রাতে উল্লাপাড়া উপজেলার কোনাগাঁতী গয়হাট্টা গ্রামে বিয়ের অনুষ্ঠানে দু’পক্ষের সংঘর্ষে ইয়াকুব আলী (৪০) নামের ১ ব্যক্তি নিহত এবং ১০ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় লিলি, সবুজ ও লিখন নামের ৩ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও গ্রামবাসী সুত্রে জানা গেছে, এদিন ওই গ্রামের মৃত ফজেল আকন্দের বাড়ীতে তার ছেলে বাবলু হোসেনের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় মাইক বাজানোকে কেন্দ্র করে বিয়ে বাড়ীর লোকজনের সাথে মাইক অপারেটর প্রতিবেশী লিখন ও তার স্বজনদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় লিখন, সবুজ, লিলি ও ইয়াকুব আলী নামের একই পরিবারের ৪ ব্যক্তি সহ ১০জন আহত হয়। এদের মধ্যে লিখন, সবুজ, লিলি ও ইয়াকুব আলীকে আশংকাজনক অবস্থায় রাতেই বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে ইয়াকুব আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ তাজুল হুদা জানান, গ্