উল্লাপাড়া প্রতিনিধিঃ বুধবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া পৌরসভার কাওয়াক বাসষ্ট্যান্ডের পাশে ট্রাকের নিচে চাপা পড়ে হাসি খাতুন (৩৫) নামের এক গৃহবধু ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি উল্লাপাড়া উপজেলার কৃষ্টপুর গয়হাট্টা গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী। রাস্তা পার হওয়ার সময় বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
উল্লাপাড়ার থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা হয়েছে।