বেলকুচি প্রতিনিধিঃ বেলকুচি ডিগ্রী কলেজে দপ্তরী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বেলকুচি ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ফজলুল হক সরকারকে লাঞ্ছিত করেছে চাকুরী বঞ্চিত দপ্তরী প্রার্থী ও তার স্বজনরা। এ ঘটনায় টক অব দ্যা টাইনে পরিণত হয়েছে পুরো বেলকুচি উপজেলা। গত মঙ্গলবার বিকালে উপজেলার বেলকুচি ডিগ্রী কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, কলেজে দপ্তরী পদে নিয়োগ পাবার জন্য কয়েকজন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে ওই কলেজের নৈশপ্রহরী ইদ্রিস আলীর ছেলে মাষ্টারোলে একই কলেজে চাকুরীরত ইনছান আলীও আবেদন করেন। সোমবার ম্যানেজিং কমিটি ইনছান আলীকে সিলেক্ট না করে অন্য প্রার্থী রনজু ও জহুরুল নামে দুইজনকে সিলেক্ট করেন। এ অবস্থায় মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক মোটর সাইকেল নিয়ে কলেজ মোড়ে গেলে চাকুরী বঞ্চিত ইনছান আলী, তার ভাই আব্দুল আওয়াল, চাচাত ভাই মাজেম, মাসুদ ও চাচা মান্নান মোটর সাইকেলের গতিরোধ করে তাকে লাঞ্ছিত করে। এ সময় তিনি চিৎকার-চেচামেচি করলে লোকজন ছুটে আসলে ইনছান আলীসহ সকলেই পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ও আওয়ামীলীগ নেতারা ঘটন