বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদককে লাঞ্ছিত করায় গ্রেফতার, ১
NewsDesk
বেলকুচি, প্রতিনিধিঃ বেলকুচি ডিগ্রী কলেজে দপ্তরী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বেলকুচি ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ফজলুল হক সরকারকে লাঞ্ছিত করেছে চাকুরী বঞ্চিত দপ্তরী প্রার্থী মুকুন্দগাঁতী গ্রামের ইদ্রিস আলীর পুত্র ইনছান আলী (২৫) সহ তার স্বজনরা। এ ঘটনায় ঐ দিন টক অব দ্যা টাইনে পরিণত হয়েছে পুরো বেলকুচি উপজেলা। গত মঙ্গলবার সকালে উপজেলার বেলকুচি ডিগ্রী কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায, মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার মোটর সাইকেল নিয়ে কলেজ মোড়ে গেলে চাকুরী বঞ্চিত ইনছান আলী, তার ভাই আব্দুল আওয়াল, চাচাত ভাই মাজেম, মাসুদ ও চাচা মান্নান মোটর সাইকেলের গতিরোধ করে তাকে লাঞ্ছিত করে। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকারকে লাঞ্ছিত করার খরব পেয়ে বেলকুচি থানা পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌছায়। পুলিশের খবর পেয়ে ইনছান আলী ও অন্যান্যরা দ্রুত পালিয়ে যায়।
এরই প্রেক্ষিতে বুধবার রাতে বেলকুচি থানা ও শাহজাদপুর থানার সহযোগিতায় শাহজাদপুর থানার অন্তর্গত সাতবাড়িয়া থেকে ইনছান আলী (২৫) কে গ্রেফতার করে।
বৃহস্পতিবার বেলকুচি উপজেলা আওয়