শাহজাদপুর স্বজনদের নৌ-ভ্রমণ ও ইফতার মাহফিল

গত শুক্রবার শাহজাদপুর যুগান্তর স্বজন সমাবেশ ও পূরবী থিয়েটার যৌথভাবে করতোয়া ও বড়াল নদীতে নৌ-ভ্রমণ ও ইফতার মাহফিলের আয়োজন করে। এতে অংশ নেয় দৈনিক যুগান্তরের শাহজাদপুর প্রতিনিধি, কবি ও নাট্যকার মোঃ মুমীদুজ্জামান জাহান, তাকিবুন্নাহার তাকি, মেহেদী হাসান হিমু, বিপ্লব, তামজিদ, রতন, অসীম, মঙ্গল, সাদ্দাম, আবু সাঈদ, রাহুল, সায়মন, সুমন, রিফাত, জাহিদ, নূরুল, ইমরান প্রমুখ। সূর্য পশ্চিম গগণে হেলে পড়তেই দরগাপাড়া পীর সাহেবের ঘাট থেকে নৌকা ছাড়া হয়। এরপর করতোয়া ও বড়াল নদী পাড়ি দিয়ে পৌছানো হয় বাঘাবাড়ি নৌ-বন্দর ঘাটে। বন্দর পল্টনে মাগরিবের আযান পড়তেই নৌকা ভিড়িয়ে জাহাজ শ্রমিক ও বন্দর শ্রমিকদের সাথে নিয়ে ইফতার করা হয়। এ সময় এক আবেগ ঘণ পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় আবেগে বিশেষ মোনাজাতে এ সময় দেশ ও জনগণের মঙ্গল কামনা করা হয়। ইফতার শেষে হিমেল হাওয়ায় নৌকা ভাসিয়ে ফেরা হয় যে যার গন্তব্যে। আর এর মধ্য দিয়েই শেষ হয় মনোজ্ঞ নৌভ্রমণ ও ইফতার মাহফিল

গত শুক্রবার শাহজাদপুর যুগান্তর স্বজন সমাবেশ ও পূরবী থিয়েটার যৌথভাবে করতোয়া ও বড়াল নদীতে নৌ-ভ্রমণ ও ইফতার মাহফিলের আয়োজন করে। এতে অংশ নেয় দৈনিক যুগান্তরের শাহজাদপুর প্রতিনিধি, কবি ও নাট্যকার মোঃ মুমীদুজ্জামান জাহান, তাকিবুন্নাহার তাকি, মেহেদী হাসান হিমু, বিপ্লব, তামজিদ, রতন, অসীম, মঙ্গল, সাদ্দাম, আবু সাঈদ, রাহুল, সায়মন, সুমন, রিফাত, জাহিদ, নূরুল, ইমরান প্রমুখ। সূর্য পশ্চিম গগণে হেলে পড়তেই দরগাপাড়া পীর সাহেবের ঘাট থেকে নৌকা ছাড়া হয়। এরপর করতোয়া ও বড়াল নদী পাড়ি দিয়ে পৌছানো হয় বাঘাবাড়ি নৌ-বন্দর ঘাটে। বন্দর পল্টনে মাগরিবের আযান পড়তেই নৌকা ভিড়িয়ে জাহাজ শ্রমিক ও বন্দর শ্রমিকদের সাথে নিয়ে ইফতার করা হয়। এ সময় এক আবেগ ঘণ পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় আবেগে বিশেষ মোনাজাতে এ সময় দেশ ও জনগণের মঙ্গল কামনা করা হয়। ইফতার শেষে হিমেল হাওয়ায় নৌকা ভাসিয়ে ফেরা হয় যে যার গন্তব্যে। আর এর মধ্য দিয়েই শেষ হয় মনোজ্ঞ নৌভ্রমণ ও ইফতার মাহফিল