বেলকুচি প্রতিনিধিঃ বেলকুচি উপজেলায় আজ রবিবার চন্দনগাঁতী হিন্দুধর্মালম্বীদের শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়। বেলকুচির ঐতিহ্যবাহী সোহাগপুর শ্রীশ্রী মদন মোহন সেবাসদন প্রাঙ্গণে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শ্রীশ্রী মদন মোহন সেবাসদন প্রাঙ্গণে ১৩৪৩ সাল থেকেই কামিনী রায়ে একক প্রচেষ্টায় সোহাগপুর থেকেই এই রথযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে চন্দনগাঁতী বসুন্ধরা মন্দির কমিটির সভাপতি বংশীবদন সাহা , সাধারণ সম্পাদক জয়গোপাল চৌধুরী, সদস্য বৈদ্যনাথ রায়, অতুল প্রামাণিক, রঞ্জিত সাহা, বংশীগোপাল সাহা, উত্তম কুমার সাহা (ছোট) মদন রায়, উপদেষ্টা মন্ডলীর সদস্য মুকুল মজুমদার, হেমেন্দ্রনারায়ন চৌধুরী এর তত্ত্বাবধানে রথযাত্রাটি অনুষ্টিত হয়। উল্টো রথযাত্রায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার ভক্তবৃন্দের আগমন ঘটে এবং জগন্নাথ দেবের রথ টান দেয় সন্ধ্যা পর্যন্ত। সনাতন ধর্মালম্বীদের শাস্ত্রমতে প্রথম রথযাত্রা শুরু হয় ভারত বর্ষের দারুবৃক্ষ (জগন্নাথ ধাম) শ্রীক্ষেত্র-পুরীতে।
বেলকুচি প্রতিনিধিঃ বেলকুচি উপজেলায় আজ রবিবার চন্দনগাঁতী হিন্দুধর্মালম্বীদের শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়। বেলকুচির ঐতিহ্যবাহী সোহাগপুর শ্রীশ্রী মদন মোহন সেবাসদন প্রাঙ্গণে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শ্রীশ্রী মদন মোহন সেবাসদন প্রাঙ্গণে ১৩৪৩ সাল থেকেই কামিনী রায়ে একক প্রচেষ্টায় সোহাগপুর থেকেই এই রথযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে চন্দনগাঁতী বসুন্ধরা মন্দির কমিটির সভাপতি বংশীবদন সাহা , সাধারণ সম্পাদক জয়গোপাল চৌধুরী, সদস্য বৈদ্যনাথ রায়, অতুল প্রামাণিক, রঞ্জিত সাহা, বংশীগোপাল সাহা, উত্তম কুমার সাহা (ছোট) মদন রায়, উপদেষ্টা মন্ডলীর সদস্য মুকুল মজুমদার, হেমেন্দ্রনারায়ন চৌধুরী এর তত্ত্বাবধানে রথযাত্রাটি অনুষ্টিত হয়। উল্টো রথযাত্রায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার ভক্তবৃন্দের আগমন ঘটে এবং জগন্নাথ দেবের রথ টান দেয় সন্ধ্যা পর্যন্ত। সনাতন ধর্মালম্বীদের শাস্ত্রমতে প্রথম রথযাত্রা শুরু হয় ভারত বর্ষের দারুবৃক্ষ (জগন্নাথ ধাম) শ্রীক্ষেত্র-পুরীতে।