শাহজাদপুর প্রতিনিধিঃ ওয়ারেন্টভুক্ত জি/আর মামলার তিন পলাতক আসামীকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শাহজাদপুর থানার এসআই মিজানুর রহমান মোল্লার নেতৃত্বে পুলিশ ফোর্স উপজেলার মালতীডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে জি/আর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আহাম্মদ আলীর পুত্র শাহআলম(৪০), আজাদ আলী(২৫) ও আঃ রশিদের পুত্র চাঁন মিয়া(৪১)কে গ্রেফতার করে। এসআই মিজানুর রহমান মোল্লা জানায় তারা জি/আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।