রায়গঞ্জ প্রতিনিধিঃ রায়গঞ্জে সরকারী ভাবে ধান সংগ্রহ শুরু না করায় স্থানীয় কৃষকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সরকারী নির্দেশনা অনুযায়ী গত ১ মে থেকে ধান সংগ্রহের কথা বলা হলেও রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকারী এই নির্দেশনা মানছেন না। তার বিরুদ্ধে স্থানীয় কৃষকের ব্যাপক ক্ষোভের পাশাপাশি ধান সংগ্রহে দলীয় করনের অভিযোগ উঠেছে।
স্থানীয় কৃষকরা বলছেন, কৃষকদের নিকট থেকে ধান চাল সংগ্রহের জন্য সরকার নির্দেশ দিলেও চান্দাইকোনা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তা মানছেন না। তিনি প্রকৃত কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ না করে স্থানীয় সরকার দলীয় নেতাদের মাধ্যমে তা ক্রয় করার পায়তারা করছেন। এ নিয়ে কৃষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। চলতি বছরে চান্দাইকোনা খাদ্যগুদামে ৮ হাজার ৫শ মেট্রিকটোন চাউল এবং ৮৫১ মেট্রিকটন ধান ক্রয় করার নির্দেশ দেয়া হয়েছে। এ অঞ্চলে প্রায় ৩শ জন কৃষক রয়েছে তাদের নিকট থেকে ধান সংগ্রহের কথা থাকলেও তা আজ পর্যন্ত শুরু করেনি ভারপ্রাপ্ত কর্মকর্তা।
রায়গঞ্জ উপজেলার চেয়ারম্যান আইনুল হক জানান, সরকারী নির্দেশনা থাকার পরও স্থানীয় কৃষকদের নিকট থে