শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে অপহরণ হওয়ার একদিন পর অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ। দুই অপহরণকারী গ্রেফতার হয়েছে। জানা গেছে, টাকা পয়সা সংক্রান্ত বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে উপজেলার রুপবাটি ইউপির মোয়াকেলা গ্রামের বেল্লাল মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক(৩৫) অপহরণ করে তারই আত্বীয় একই এলাকার মৃত কাশেম প্রাং এর পুত্র সোহেল ও ঠান্ডু। পরে এব্যাপারে অপহৃতর ভাই তারা মিয়া বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দ্বায়ের করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার শাহজাদপুর থানার এস,আই মিজানুর রহমান মোল্লার নেতৃত্বে এ,এসআই শাহ সুলতান ও এ,এসআই মতিন সংগীয় পুলিশ ফোর্স করতোয়া নদী বাঘাবাড়ী বেড়া মাঝামাঝি নদী পথ থেকে অপহৃতকে উদ্ধার করে এবং অপহরনকারী সোহেল ও ঠান্ডুকে গ্রেফতার করে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল রোববার আদালতে প্রেরণ করেছে। অপহৃত রাজ্জাকের কাছে অপহরনকারী সোহেল ও ঠান্ডু প্রায় দুই লক্ষাধিক টাকা পেত। পাওনা টাকা না দেয়ায় তাকে অপহরণ করেছিলো।
শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে অপহরণ হওয়ার একদিন পর অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ। দুই অপহরণকারী গ্রেফতার হয়েছে। জানা গেছে, টাকা পয়সা সংক্রান্ত বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে উপজেলার রুপবাটি ইউপির মোয়াকেলা গ্রামের বেল্লাল মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক(৩৫) অপহরণ করে তারই আত্বীয় একই এলাকার মৃত কাশেম প্রাং এর পুত্র সোহেল ও ঠান্ডু। পরে এব্যাপারে অপহৃতর ভাই তারা মিয়া বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দ্বায়ের করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার শাহজাদপুর থানার এস,আই মিজানুর রহমান মোল্লার নেতৃত্বে এ,এসআই শাহ সুলতান ও এ,এসআই মতিন সংগীয় পুলিশ ফোর্স করতোয়া নদী বাঘাবাড়ী বেড়া মাঝামাঝি নদী পথ থেকে অপহৃতকে উদ্ধার করে এবং অপহরনকারী সোহেল ও ঠান্ডুকে গ্রেফতার করে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল রোববার আদালতে প্রেরণ করেছে। অপহৃত রাজ্জাকের কাছে অপহরনকারী সোহেল ও ঠান্ডু প্রায় দুই লক্ষাধিক টাকা পেত। পাওনা টাকা না দেয়ায় তাকে অপহরণ করেছিলো।