বেলকুচিতে মানবপাচারকারী আটক

বেলকুচি প্রতিনিধিঃ বেলকুচিতে মালয়েশিয়ায় মানব পাচারের অভিযোগে আব্দুল করিম (করিম মেম্বর) (৫৫) নামে এক আদম বেপারিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার আজুগড়া জামতৈল গ্রামের মৃত মনি চানের ছেলে ও দৌলতপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

বেলকুচি থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, গত রাতে আজুগড়া এলাকা থেকে আব্দুল করিমকে আটক করা হয়। একই এলাকার আব্দুল হামিদ তার ছেলে হাবিবসহ ৬জন মালয়েশিয়ায় পাচারের পর নিখোজ হওয়ায় চলতি বছরের ২৯ জুন আব্দুল করিমকে আসামী করে আদালতে মামলা করেন। গ্রেপ্তারের রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।